চলতি বছরের সেপ্টেম্বরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিমানে উঠে পড়ে এক শিশু। তবে এ ঘটনার রেশ না কাটতেই নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘটলো একই ধরনের ঘটনা ঘটে।
গত রোববার বিকেলে মানিক মিয়া (৮) নামের এক শিশু ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়ে। পরে রাত ১১টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
তদন্তে জানা যায়, মানিক মিয়া রংপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের মিঠু মিয়া ও মোমেনা বেগমের ছেলে। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মানিক সবার ছোট। মিঠু মিয়া পেশায় ব্যাটারিচালিত অটো চালক। মানিক তমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
গত রোববার দুপুরে পকেটে দেড় শ টাকা নিয়ে বাসা থেকে বের হয় মানিক। পরে বাসে উঠে সৈয়দপুর বাস টার্মিনালে নামে। এরপর রিকশাযোগে সৈয়দপুর বিমানবন্দরে যায় তিনি। ভিআইপি যাত্রীরা ভিআইপি লাউঞ্জের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে।
সেখানে ঘোরাঘুরির সময় সিভিল এভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিবের নজরে পড়ে সে।