আফ্রিকার দেশ কেনিয়াতে যাওয়ার জন্য আপনার ভিসা লাগবে না। এই নিয়ম বিশ্বের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। এই নিয়ম 2024 সালের প্রথম থেকে কার্যকর হবে। অর্থাৎ মাত্র চার দিন থেকে বিশ্বের যেকোনো জাতীয়তার মানুষ কোনো ধরনের ভিসা ছাড়াই কেনিয়ায় যেতে পারবে।
সিএনএন জানায়, দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নিজেই এ ঘোষণা দিয়েছেন। কেনিয়া ইতিমধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর মাধ্যমে দেশে যাওয়া প্রত্যেকেই আগাম অনুমতি পাবেন। তাদের কোনো ভিসার জন্য আবেদন করতে হবে না।
ব্রিটেন থেকে স্বাধীনতার ৬০তম বার্ষিকীতে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় প্রেসিডেন্ট রুটো বলেন, ভিসার আবেদনের ঝামেলা ছাড়াই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ কেনিয়ায় প্রবেশ করতে পারে।
রুটো ইতিমধ্যে আফ্রিকান দেশগুলির মধ্যে ভিসা-মুক্ত ভ্রমণের পক্ষে কথা বলেছেন। গত অক্টোবরে তিনি কঙ্গোতে এক সম্মেলনে অংশ নিয়ে বলেছিলেন যে কেনিয়া আফ্রিকান দেশগুলোর ভিসা প্রত্যাহার করছে। কিন্তু ডিসেম্বরে তিনি বিশ্বের সব দেশের জন্য এই নিয়ম ঘোষণা করেন।
কেনিয়ার অর্থনীতিতে পর্যটনের ভূমিকা ব্যাপক। ভারত মহাসাগরের তীরে অবস্থিত দেশের সৈকতগুলি বেশ বিখ্যাত।
রুটো বলেন, কেনিয়া বিশ্বের সব মানুষকে একটি বার্তা পাঠাতে চায়, ‘স্বাগত’।