হঠাৎ মার্কিন ভিসানীতে প্রয়োগের ঘোষনার দেওয়ার পর থেকেই নানা মন্তব্য হচ্ছে রাজনীতিসহ নানা মহলে।যদিও এ বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের শীর্ষ নেতারা।কিন্তু বাস্তবে দেশের ওপর কি প্রভাব পড়তে পাড়ে তা অনেকের কাছে অজানা।তবে এর প্রভাব সুদূর প্রসারিত বলে অনেকে মন্তব্য করেছেন।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হুবহু পাঠকদের জন্য নিতে দেওয়া হলো।
সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন,ভিসা নীতিতে গণমাধ্যমকে সংযুক্ত করা অযৌক্তিক’-ভিসা নীতিই তো অযৌক্তিক।
নিজেদের কৃতকর্ম দিয়ে এই অযৌক্তিক নীতিকে আমরা ডেকে এনেছি।ডেকে আনা কৃতকর্মে সাংবাদিক,সম্পাদকরা (সংখ্যাগতভাবে অতি ক্ষুদ্র অংশ বাদে) বিরাটভাবে অংশীজন।অন্যদের ওপর যেভাবে ভিসা নীতি প্রয়োগ হচ্ছে,গণমাধ্যম এর বাইরে থাকবে কোন যুক্তিতে?