সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরুর ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হচ্ছে।তবে সরকার পক্ষে থেকে বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে।যদিও সরকার প্রধান বলেছে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তার কিছু নেই।কিন্তু বাস্তবতা উল্টো কারণ মার্কিন নিষেধাজ্ঞা নানা সমস্যায় পড়তে হবে সরকারকে। বিগত ১৪ ও ১৮ সালের মতো একতরফা নির্বাচন করে এই সরকার আর পার পাবে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ভিসানীতির আওতায় পড়ছে মিডিয়া-ও।আলহামদুলিল্লাহ্।
প্রসঙ্গত, সরকার জোর করে একতরফা দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থেকে দেশের গণমাধ্যম গুলোকে বাধার মুখে ফেলেছে।যার ফলে গণমাধ্যমগুলো স্বাধীন ভাবে তথ্য প্রকাশ করতে পারছে না। আর এর ব্যাপক প্রভাব পড়ছে মানুষের স্বাধীন মত প্রকাশে।