প্রতিটির মানুষ দেশের ক্রিকেট ও ফুটবলসহ সকল দলকে ভালোবাসে। দেশ ভাল খেললে আশায় বুক বাঁধে জয় লাভ করবে তবে খারাপ খেললে কষ্ট পায় বিরুক্ত প্রকাশ করে। সবাই চায় তার দেশ বড় অর্জন করবে বিজয় ছিনিয়ে আনবে সারা বিশ্বে তাদের নাম ছড়িয়ে যাবে। দেশের ক্রিকেটের অর্জন নিয়ে অনেকে গর্ব করবে এবং হেরে গেলে কষ্ট পায়। এ বিষয়টি নিয়ে সামাজিক যো/গাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল পাঠকদের জন্য সেটি হুবাহু নি/চে দেওয়া হলো।
রাগে-অভিমানে দুরে থাকি। তবু চুপি চুপি ক্রিকইনফো-তে গিয়ে খবর ঠিকই রাখি। একটু ভাল অবস্থা দেখলে আশায় বুক বাধি, দল খাদে পড়লে মনটা বিষিয়ে উঠে।
সাকিবের লোভের খবর শুনে দু:খ পাই, মুস্তাফিজের নির্বিষ বোলিং দেখে বিরক্ত হই, সৌম্যর আউটের ধরন দেখে হতাশ হই। কিন্তু তাও এদের ভালোবাসি, ভালোবাসি দেখেই।
রাগ. দু:খ-হতাশা সবি এই ভালোবাসার জন্যই।
জয় নিশ্চিত না হলেও আমাদের ভালোবাসা সবসময়ই নিশ্চিত দেশের সন্তানদের জন্য।
বেষ্ট অব লাক, বাংলাদেশ ক্রিকেট দল।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দল ভাল খেললে দেশের প্রতিটি মানুষ খুশি হয় গর্ব করে তেমনি খারাপ করলে কষ্ট পায় বলে মন্তব্য করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, দেশের মানুষ কখনো চায় না তারা খারাপ করুক সব সময় ভালই প্রত্যাশা করে।