Sunday , December 22 2024
Breaking News
Home / Countrywide / ভালো মানুষের প্রমান, কুড়িয়ে পাওয়া সাড়ে তিন লাখ টাকা ফিরিয়ে দিলেন আতিক

ভালো মানুষের প্রমান, কুড়িয়ে পাওয়া সাড়ে তিন লাখ টাকা ফিরিয়ে দিলেন আতিক

এ সমাজে এখনো ভালো মানুষ আছে। হারানো জিনিস ফিরে পেতে খুব কমই দেখা যায় কারণ যার হাতে হারানো জিনিসটা পড়ে সে আর সেটা ফেরত দিতে চাইনা। আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে অনেকটাই এমন। হারানো জিনিস আরো যদি হয় টাকা তাহলে খুব কমই শোনা যায় সেটা ফেরত পাওয়ার কথা। তবে সম্প্রতি সাড়ে ৩ লাখ টাকা হারিয়ে যাওয়ার পরও এক যুবক সেই টাকা পেয়ে যার টাকা তাকে ফেরত দেওয়ার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে।

সিলেট-ভোলাগঞ্জ সড়কের তেলিখাল ব্রিজ। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে সেই পথ দিয়ে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন আতিক হাসান (২৮)। ব্রিজে মোটরসাইকেলে করে ওঠার সময় তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে দেখতে পান তাতে অনেকগুলো টাকার বান্ডিল। পরে তিনি যাঁর টাকা, তাঁর কাছে ফিরিয়ে দেন।

আতিক হাসান বলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে মুঠোফোনের ব্যবসা রয়েছে তাঁর। ব্যবসায়িক কাজ শেষে সিলেট থেকে ফেরার পথে তিনি ব্রিজে ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগ খুলে অনেকগুলো টাকা দেখতে পেয়ে তিনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে তিনি তেলিখাল বাজারের পাশে গিয়ে দাঁড়ান। সন্ধ্যা ছয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন ব্যক্তিকে সড়কে খোঁজাখুঁজি করতে দেখেন।

আতিক বলেন, সড়কে তিনজনকে কিছু খুঁজতে দেখে তিনি সেখানে যান। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা গ্রামের বাসিন্দা আহমদ আলী (৩৫) টাকা হারিয়ে কান্নাকাটি করছিলেন।

আহমদ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি বিক্রির দুই লাখ টাকা ও নিকটাত্মীয়দের কাছ থেকে ধার করা আরও দেড় লাখ টাকা নিয়ে তিনি বাড়ি থেকে কোম্পানীগঞ্জে এসেছিলেন ট্রাক্টর কিনতে। কিন্তু কোম্পানীগঞ্জ পৌঁছার পর টাকার ব্যাগটি তিনি আর খুঁজে পাচ্ছিলেন না। আতিক হাসান তখন তাঁকে জানান, তিনি টাকাগুলো পেয়েছেন। টাকাভর্তি ব্যাগ আতিক তাঁর হাতে তুলে দেন। এতগুলো টাকা ফেরত পেয়ে বারবার আহমদ আলী বলছিলেন, ‘এই যুগে এখনো ভালো মানুষ আছে।’

সিলেট আম্বরখানা সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের চালক এমদাদ হোসেন বলেন, স্ট্যান্ড থেকে আহমদ আলীকে তিনিই কোম্পানীগঞ্জে নিয়ে গিয়েছিলেন। কোম্পানীগঞ্জ পৌঁছার কিছু সময় আগে আহমদ আলী টাকার ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি টের পান। তখন তিনি ও তাঁর ভাই পথে ব্যাগটি খুঁজতে থাকেন। পরে ব্যাগটি পাওয়া যায়। তিনি বলেন, যিনি টাকাভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়েছেন, তিনি খুব ভালো মানুষ। কোনো কিছুর বিনিময় ছাড়াই টাকাগুলো তিনি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।

সত্যিই এখনো ভালো মানুষ আছে তাইতো আহমদ আলী টাকাগুলো ফেরত পেল। টাকাগুলো ফেরত পেয়ে আহমদ আলী খুবই খুশি এবং তিনি বারবার একটাই কথা বলেছেন ‘এই যুগে এখনো ভালো মানুষ আছে’। কখনো ভেবে দেখেছেন এই যুগে এতগুলো টাকা হারানোর পর কারো হাতে পড়লে সেটা আর ফেরত পাওয়া যায়! তবেই সমাজে যে দু-একজন ভালো মানুষ আছে সেটার প্রমাণ তিনি করে দিলেন। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজের অবস্থানটা আতিক হাসান সুস্পষ্ট ভাবে প্রকাশ করে দিলেন।

About Ibrahim Hassan

Check Also

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী তারই পূত্রবধূ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *