গতকাল বুধবার শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসের মামলায় চতুর্থ দিনের মতো বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ঐ দিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার তৃতীয় শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শুরুতে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন মামলার বাদী তরিকুল ইসলামকে জেরা করেন।
এক পর্যায়ে বাদীকে প্রশ্ন করা হলে, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী তাকে আইনগত প্রশ্ন করতে বলেন। জবাবে ব্যারিস্টার মামুন তাকে উদ্দেশ্য করে বলেন, প্রশ্ন করতে দিন, ভালো মতো জেরা করতে দিন। দয়া করে বাধা দিয়েন না। আপনারা তো সবই পারেন। এ সময় দু’ পক্ষের আইনজীবীর মধ্যে মৃদু তর্ক-বিতর্ক হয়।
নথি অনুযায়ী, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত ৬ জুন অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। এতে থাকে মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ।