ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক নেত্রী সুস্মিতা পান্ডে। তার সঙ্গে ছিলেন ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা জেলার সদরের বাসিন্দা স্বপন পান্ডের মেয়ে।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানিয়েছেন, ১৩ জানুয়ারি (সোমবার) দুপুরে সুস্মিতা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের পর তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন।
সুস্মিতা ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে ও তার ভাইকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।