আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরামের এক আলোচনা সভায় অংশ গ্রহন করে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা তলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, তাই একদিন দেশটিতে যেতে কোনো ভিসা লাগবে না।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কারণে ১৯৭১ সালে বাংলাদেশের সম্মান বেড়েছিল, এখনও বাড়ছে। ভারতসহ ১৮টি দেশের সাথে স্বাধীনতা উদযাপন করছি। ভারত বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক বিদ্যমান, তা রীতিমতো প্রশংসনিয়। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকেই সব-ধরণের সুযোগ-সুবিধা দিয়ে রীতিমতো রক্তের সম্পর্ক গড়ে তোলে ভারত। এমনকি বর্তমানেও বাংলাদেশের যে কোনো প্রয়োজনে আগে এগিয়ে আসতে দেখা যায় ভারতকে। আগামীতে এ সম্পর্ক আরও দৃড় হবে এমনটাই প্রত্যাশা সকলের।