ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। চীন একাধিকবার ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখের বড় অংশ নিজেদের বলে দাবি করেছে। এসব অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে চীনা সেনারা সংঘর্ষেও জড়িয়েছে।
সম্প্রতি চীন আবারও ভারতের সীমান্তবর্তী শিনজিয়াং প্রদেশে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) গঠনের ঘোষণা দিয়েছে। এতে ভারতীয় ভূখণ্ড লাদাখের অংশ অন্তর্ভুক্ত হওয়ায় নয়াদিল্লি কড়া প্রতিবাদ জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াংয়ের হোটান প্রিফেকচারের অধীনে হে’আন এবং হেকাং নামে দুটি নতুন কাউন্টি গঠনের কথা জানায়। চীনের কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্র পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “তথাকথিত নতুন কাউন্টির কিছু অংশ ভারতের লাদাখের অন্তর্ভুক্ত। আমরা কখনোই ওই অঞ্চলে চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দিইনি।” তিনি আরও বলেন, “চীনের এই পদক্ষেপ ভারতের সার্বভৌমত্বে কোনো প্রভাব ফেলবে না। আমরা চীনা পক্ষকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি।”
চীনের এ পদক্ষেপ এমন সময় এলো, যখন পূর্ব লাদাখে সীমান্ত বিরোধ নিরসনে দুই দেশ নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সর্বশেষ এই ঘটনা ভারত ও চীনের সম্পর্ককে আবারও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।