সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে দেশের পক্ষ না নিয়ে একটি দলকে ক্ষমতায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।অথচ তারা মুখে বলছে কোনো দেশের আভ্যন্তরীন বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না।কিন্ত বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেছে। ১৪ ও ১৮ সালের একতরফা নির্বাচনকে তারা স্বীকৃতি দিয়েছে।তারা গণতন্ত্রের পক্ষে নয় নিজের সুবিধা আদায়ের জন্য তারা একটি দলকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রকাশ্যে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ভারতের পরাজয়ের কারণ
১) আম্পায়ার হিসেবে হাবিবুল আউয়ালকে না রাখা
২) আগের রাতে স্কোরবোর্ডে কিছু রান ঢুকিয়ে না রাখা
৩) নাশকতার অভিযোগে অষ্ট্রেলিয়ার সেরা একাদশকে আগেই জেলে না ভরে রাখা।
একটু রসিকতা করলাম ভারতের পরাজয়ে খুশী হয়ে। খুশী হয়েছি কারণ ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, গনতন্ত্র ও মানবাধিকারের শত্রু, বাংলাদেশের শোষক ও সীমান্তে হ/ত্যাকারী রাষ্ট্র।
(অথচ ২০১৪ সালের নির্বাচনের আগ পর্যন্ত এই ভারতের ক্রিকেট দলেরই ফ্যান ছিলাম আমি।)