Sunday , January 5 2025
Breaking News
Home / Exclusive / ভারতের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার বাংলাদেশি তরুণী, দিলেন সেখানে পৌছানোর করুণ বর্ননা

ভারতের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার বাংলাদেশি তরুণী, দিলেন সেখানে পৌছানোর করুণ বর্ননা

ভারতের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার বাংলাদেশি তরুণী। উদ্ধার হওয়ার পর সেই তরুণীর নামে ভিন্নি বিষয়ে প্রশ্ন করে উদ্ধারকারীরা। এরপর ওই তরুনী বলেন, প্রেম টানে বাংলাদেশের শান্তিপূর্ণ গ্রাম থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসেছিলো সে। বাংলাদেশ থেকে ভারতে পাচারকারী আরকাঠিরা কুখ্যাত নিষিদ্ধ পল্লী দুর্গাপুরে মেয়েটিকে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দেয়। একদিন কয়েকজন মেয়েটিকে কদরোদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখে দুর্বার মহিলা সেচ্চাসেবি মনে করে উক্ত সমিতির দুর্গাপুর শাখাকে খবর দেয়।

দুর্বারের স্বেচ্ছাসেবকরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এরপর কাদা রোডের এক দালালের বিরুদ্ধে মামলা করে। মেয়েটিকে আপাতত একটি বাড়িতে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে মামলা শেষ না হওয়া পর্যন্ত ওই তরুণী পরিবারের কাছে বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।

About Babu

Check Also

দুপক্ষের সংঘর্ষে নিহত ১: পুরুষ শূন্য গ্রাম, আতঙ্কে পালিয়েছেন নারীরাও

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার দুপুরে হিরু মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *