ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফের দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশ বিজিবি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর তীরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৫৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ।
উপস্থিত ছিলেন নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক এবং মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন। লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান, মাটিলা সীমান্তের কোদলা নদীর ৪ দশমিক ৮ কিলোমিটার অংশ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়লেও এতদিন ধরে বিএসএফের বাধার কারণে স্থানীয়রা নদীতে কোনো কার্যক্রম চালাতে পারতেন না। মাছ ধরা থেকে শুরু করে দৈনন্দিন কাজেও ছিল নিষেধাজ্ঞা।
সম্প্রতি বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনা শেষে ওই নদীতে বিজিবির দখল নিশ্চিত করা হয়েছে। এখন থেকে স্থানীয়রা নির্বিঘ্নে নদীর সব কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমকর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের লোকজন আনন্দের সঙ্গে নদীতে মাছ ধরছেন এবং গোসল করছেন। কোদলা নদীতে দখল প্রতিষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় কৃষক আলমগীর বলেন, “এখন থেকে আমরা নদীতে নিয়মিত মাছ ধরতে পারব এবং নিত্যদিনের কাজ চালাতে পারব। আগে বিএসএফ নদীতে নামতেও দিত না। এখন আমাদের জীবনযাত্রা সহজ হবে।”
কোদলা নদীতে বাংলাদেশের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিজিবির এ সফলতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।