দ্বাদশ নির্বাচন সামনে রেখে সরকার ফের একতরফা নির্বাচনের পথেই হাঁটছে।তবে এমন নির্বাচনের বিরোধীতা করে সুষ্ঠু ও অবাধ ভোটের তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।কিন্তু বিগত দিনের মতোই বর্তমান সরকারের পক্ষ নিচ্ছে ভারত।তবে ভারতের এমন পক্ষ নেওয়া কারণে যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে কিনা প্রশ্ন বিভিন্ন মহলে। যদিও যুক্তিরাষ্ট্র প্রথম থেকেই বলে আসছে তারা সকলের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচন চায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
সম্প্রতি ভারতে ভারত -যুক্তরাষ্ট্রের মধ্যকার “টু প্লাস টু” বৈঠক হয়েছে।। সেখানে ভারতের পক্ষ থেকে উক্ত দেশের পররাষ্ট্র সচিব বলেছেন নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অর্থাৎ তারা ঘুরিয়ে ফিরিয়ে হাসিনার পক্ষেই অবস্থান নিয়েছে বা নিতে চাচ্ছে।। হাসিনার পক্ষে তাদের অবস্থান এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভারত পরিস্কার করে বললেও আমি যতদূর জানি যুক্তরাষ্ট্রের পক্ষ হতে এই কথার কোন উত্তর তারা দেয়নি।। এখন কথা হচ্ছে দাদা,,ভারত যদি হাসিনার পক্ষে অবস্থান নেয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবে?? অথবা এতদিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে যে নীতিতে অবস্থান করছিলো তা ভারতের অবস্থানের কারণে পরিবর্তন হবে কিনা বা যুক্তরাষ্ট্র পিছু হটবে কিনা।