এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে জাতীয় দলের ক্রিকেটাররা ওয়ানডে বিশ্বকাপের জন্য ভিসার আবেদন সম্পন্ন করেছেন। সবাই ভিসা প্রসেসিং সম্পন্ন করলেও মাহমুদউল্লাহ রিয়াদ সেখানে ছিলেন না। যা নিয়ে কম আলোচনা হয়নি। পরে জানা যায়, পারিবারিক কারণে তিনি উপস্থিত ছিলেন না।
নতুন খবর, আজ (সোমবার) প্রিঞ্জার প্রিন্ট নিয়ে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে এসেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আর তারপর থেকেই নতুন করে গুঞ্জন বাড়ছে, কিন্তু বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন!
সাম্প্রতিক সময়ে মাহমুদউল্লাহ রিয়াদের নাটকীয়তা কম নেই। গত মার্চের পর তাকে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামের আড়ালে একের পর এক সিরিজে অনুপস্থিত এই অভিজ্ঞ ক্রিকেটার। সম্প্রতি ঘোষিত এশিয়া কাপের দলেও তাকে রাখা হয়নি। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপে অবহেলিত থাকবে ‘নীরব ঘাতক’।
তবে ব্যাক-আপ ক্রিকেটার হিসেবে প্রস্তুত হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদসহ বেশ কয়েকজনকে। ৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের মূল স্কোয়াড নির্বাচন করা হবে এশিয়া কাপের দলগুলোর ওপর ভিত্তি করে। তবে বিশ্বকাপের আগে কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে সমস্যায় পড়বে বিসিবি।
টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাকআপ ক্রিকেটারদের প্রস্তুত রাখার ধারণাটি এমন ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে কাউকে জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হতে পারে। সেই দিক বিবেচনা করে মাহমুদুল্লাহ রিয়াদসহ ৮-১০ ক্রিকেটারকে দলের বাইরে প্রস্তুত রাখা হচ্ছে।
রিয়াদকে বিশ্বকাপ দলে ফেরাতে মানদণ্ডসহ নানা কর্মসূচি পালন করছেন ভক্তরা। এদিকে, এই অভিজ্ঞ ব্যাটারের ভিসা প্রক্রিয়া অবশ্যই তাদের কিছুটা আশা দেবে।