Wednesday , December 25 2024
Breaking News
Home / Exclusive / ভারতকে হারাতে পারলে টাইগারদের সাথে যে কাজটি করার ঘোষনা দিলেন পাক অভিনেত্রী

ভারতকে হারাতে পারলে টাইগারদের সাথে যে কাজটি করার ঘোষনা দিলেন পাক অভিনেত্রী

এই বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে স্বাগতিক ভারত। তিনটি ম্যাচেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও বেড়েছে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। ভারতে এখন বড় চ্যালেঞ্জ সাকিবের দল। আগামীকাল পুনেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশকে নিয়ে একটি ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সোশ্যাল মিডিয়া এক্সে (আগের টুইটার) তিনি বলেছেন, ভারতকে হারাতে পারলে তিনি ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন।

গত ১৪ অক্টোবর বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে পাকিস্তান ডুবে গেছে। একপেশে ম্যাচে হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। একদিনের বিশ্বকাপে আটবারের দেখায় কখনো ভারতকে হারাতে পারেনি ম্যান ইন গ্রিনরা। যা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। ‘ভীতু’ বাবর আজমদের কাঠগড়ায় তুলছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও।

এরই মধ্যে বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চায় কিছু সমর্থক। এই যেমন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারির ভরসায় বাংলাদেশ। হায়দরাবাদে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী বরাবরই ক্রিকেটের প্রতি কিছুটা অনুরাগী। পাকিস্তানের হারে শোক প্রকাশ করে তিনি এক টুইট বার্তায় ঘোষণা করেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’

আগামীকালের ম্যাচে ভারত স্পষ্ট ফেভারিট। তবে বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী সেহার, ‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’

যদিও পাকিস্তানের অনেক ভক্ত অভিনেত্রীর এমন টুইটকে খুব একটা গুরুত্ব দেননি। তারা সেহারকে আগের টুইটের কথা মনে করিয়ে দিয়েছেন, ‘আপনি গতবার বলেছিলেন যে আপনি টুইটার ছেড়ে দেবেন। মিথ্যাবাদী।’ আরেকজন বলেছেন, ‘সবই ঠিক আছে, কিন্তু তোমার নাম বদলাবে কবে?’

গত এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে টুইট করেন, “আমি বাবর আজম ও তার দলের বিরুদ্ধে এফআইআর করব।কারণ তারা ক্রিকেট খেলে না, জাতির আবেগ নিয়ে খেলে।”

 

 

About bisso Jit

Check Also

দুপক্ষের সংঘর্ষে নিহত ১: পুরুষ শূন্য গ্রাম, আতঙ্কে পালিয়েছেন নারীরাও

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার দুপুরে হিরু মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *