এর আগে নিজ বড় ভাইয়ের স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতা এস এম মাহবুবের বিরুদ্ধে। এমনকি এ ঘটনায় গত ( Past ) ২০২০ সালের ( year ) ৪ আগস্ট ( August ) মাহবুরের ( Mahbur ) বিরুদ্ধে নিজে বাদী হয়ে একটি মামলাও দায়ের করেন তার ভাবি। আর এ মামলায় জেলও খাটতে হয় তাকে। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আরেক দুঃসংবাদ পেলেন এই ছাত্রলীগ নেতা।
জানা গেছে, সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিজয়নগর ( Vijayanagar ) উপজেলা ছাত্রলীগের ( Chhatra League ) সভাপতি এস এম মাহবুবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ( Chhatra League ) ( Central Chhatra League ) সভাপতি আল নাহিয়ান খান ( Al Nahyan Khan ) জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সেখানে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বিজয়নগর ( Vijayanagar ) উপজেলা ছাত্রলীগের ( Chhatra League ) সভাপতি এইচ এম মাহবুবকে ( HM Mahbub ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। ( Yes. )
একই সঙ্গে কমিটির সহসভাপতি এমদাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হলো।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম একটি শাখা বাংলাদেশ ছাত্রলীগ। দলের উন্নয়নে রীতিমতো নানা ভূমিকা রাখছে এ সংগঠনটি। তবে এ সংগঠনে থাকা কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসলে, তা খুতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয় হচ্ছে। এ ব্যাপারে ছাড় দেয়া হচ্ছে না কাউকেই।