বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় তারকা জেমস। চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন মাতিয়ে রেখেছেন তিনি। ভক্তরা তাকে আদর করে ‘গুরু’ বলে ডাকেন। তবে বেশিরভাগ সময়ই নিজেকে আড়াল করে রাখেন ‘নগর বাউল’ খ্যাত এই গায়ক। এবার নিজেকে লুকিয়ে রাখার কারণ ব্যাখ্যা করলেন জেমস।
জনপ্রিয়তা পাওয়ার আগে জেমস নিজেকে আড়ালে রাখতে পছন্দ করতেন তিনি। পরে তার খ্যাতি যেমন বাড়তে থাকে, তেমনি নিজেকে আড়ালে রাখাও বেড়ে যায়। খুব প্রয়োজন না হলে তিনি প্রকাশ্যে আসতে চান না।
সম্প্রতি কলকাতার মঞ্চে পারফর্ম করেছেন জেমস। মূলত, সেখানে একটি মিডিয়া সাক্ষাৎকারে লুকিয়ে থাকার কথা বলেছেন তিনি। এ সময় কণ্ঠশিল্পী বলেন, একা থাকতে ভালো লাগে। তখন হয়তো নিজের মতো করে ভাবি, ভাবতে ভালো লাগে।চুপ থাকলে কোনো একটা বিষয়ে মনোনিবেশ করা যায়।
জেমস বলেন, আমি সবসময় গানের জন্য অ্যাভেইলেবল। দেশে-বিদেশে নিয়মিত স্টেজ শো করি। আসলে আমি নিজের করে কাজ করতে পছন্দ করি। আমি বেশি আড্ডা দেওয়ার প্রয়োজন বোধ করি না।
প্রিয় শিল্পীদের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রিয় শিল্পীর তালিকা অনেক দীর্ঘ। অনেক শিল্পী আছেন যারা আমাকে সবসময় অনুপ্রাণিত করেন। তাদের মধ্যে ছিলেন আইয়ুব বাচ্চু। আজম খান, মাকসুদের মতো অনেকেই আছেন, যারা আমার অনুপ্রেরণা।
নতুন শিল্পীদের নিয়ে কথা বলতে গিয়ে জেমস বলেন, “নতুনরাও আমাকে অনুপ্রাণিত করে। আর অনুপ্রেরণা না পেলে এগিয়ে যাওয়া যায় না। কলকাতার রূপম ইসলামও আমার প্রিয় শিল্পী।