Thursday , December 26 2024
Breaking News
Home / Entertainment / লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে,কিন্তু যার চরিত্র ঠিক থাকে না,তার সাথে সংসার হয় না:সুবাহ

লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে,কিন্তু যার চরিত্র ঠিক থাকে না,তার সাথে সংসার হয় না:সুবাহ

নানা জল্পনা-কল্পনার মধ্য দিয়ে চলতি মাসের গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কন্ঠশিল্পী ইলিয়াস হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নাসিরের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ। তবে বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া রয়েছেন আলোচনার শীর্ষে। তাদের দাম্পত্য জীবন যে ভালো যাচ্ছে না, এরই মধ্যে মিলিছে এর প্রমানও।

সবমিলিয়ে বিয়ে করে একরকম বিপাকে নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি তিনি গায়ক ইলিয়াস হোসেনকে বিয়ে করেছেন বলে খবর আসে।

এমন খবর চাউর হতেই অভিযোগ ওঠে দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই নাকি সুবাহকে তৃতীয় বিয়ে করেছেন ইলিয়াস। সুবাহ অবশ্য দাবি করেছেন, ‘কারিনকে ইলিয়াস ডিভোর্স দিয়েছেন’ এমনটা জেনেই তিনি বিয়ে করেছেন।

এদিকে, এবার সুবাহ জানালেন ইলিয়াসের সঙ্গে তার ঘর ভাঙার পথে।

বুধবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে এক দীর্ঘ পোস্টে সুবাহ বিয়ে করে ভুল করেছেন বলে দাবি করেন।

এই অভিনেত্রী লেখেন, ‘প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসি-খুশিভাবে বিয়ে করে। সংসার করার জন্য, বাচ্চা জন্ম দিয়ে মা হওয়ার জন্য। কিন্তু কিছু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। সব মেয়ে হাসিমুখে গরীব স্বামীর সাথে সংসার করতে পারে। কম দামি কাপড় পরে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে। কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে, মিথ্যা কথা বলে অন্য মেয়ের কাছে, বউয়ের নামে মিথ্যা কথা বলে, সম্পর্ক রাখে, যার চরিত্রের ঠিক থাকে না; তার সাথে এটলিস্ট সংসার হয় না, হবেও না। ’

সুবাহ আরও লেখেন, ‘যে নারী লোভী পুরুষ বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন মেয়েকে ফাঁসিয়ে বেড়ায়; তার সাথে ঘর করা সম্ভব নয়। বোকা ছিলাম, অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করে ছিলাম, তাই বিয়ে করেছিলাম। একটাই ভুল আমার, কেন বিয়ে করলাম জানি না- এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে, নাকি বেঁচে থেকেই দেওয়া সম্ভব?’

সবশেষে তিনি লেখেন, ‘আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি আমি আর কোনো কিছু সহ্য করতে পারছি না। আপনারাই বলুন আমার কি করা উচিত? আমার কি বিষ খেয়ে মরা উচিত? নাকি সহ্য করে মেনে নিয়ে থাকা উচিত? না কি করবো বলুন আপনারা…আমার জন্য সবাই দোয়া করবেন। ’

নবাগত নায়িকা সুবাহ ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এরপর ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত কোনোটিই মুক্তি পায়নি।

অন্যদিকে ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস।

এদিকে সুবাহকে বিয়ের পরই ইলিয়াসের বিরুদ্ধে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ২০১৫ সালে নিশাত তাবাসসুম নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণীকে বিয়ে করেন ইলিয়াস। তবে এ সংসার বেশদিন টেকেনি। এরপর আবারও বিয়ে করেন তিনি। আর এসব তথ্য গোপন করে সুবাহকে বিয়ে করেন ইলিয়াস।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *