বার্ধক্যজনিত নানা কারণে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে না ফেরার দেশে পাড়ি জমান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর খবরে যেন গোটা বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। তবে মৃত্যুর একদিন না যেতেই তার পূর্বপুরুষদের লুটপাটের সমালোচনা করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ব্যাপক শোরগোল।
আর এ নিয়ে সমালোচনা কারীদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন আসিফ নজরুল।
নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘ফেসবুকে দেখলাম কিছু মানুষ রানী এলিজাবেথের পূর্বপুরুষদের লুটপাটের সমালোচনা করছে। ভাই, আগে নিজের দেশের লুটপাটকারীদের সমালোচনা করেন, পরে অন্য দেশেরটা। আগে এখনকার লুটপাটের বিরুদ্ধে বলেন, তারপর না হয় শত বছর আগের প্রশ্ন তোলা যাবে।’
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। এদিকে জানা গেছে তার শেষকৃত্তর সময় সেখানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৯৬ বছর।