বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ঘাটতি থাকায় এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর অনেকটা সেই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে যদি আপনি ক্ষমতায় আসতে না পারেন, তা হলে ভয়ের কিছু নেই। কেউ কিছু আপনাকে বলবে না। আমি আপনার পাশে দাঁড়াবো।’
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। গণফোরাম এ সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ আরও বলেন, এখনো সময় আছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সংলাপের আহ্বান জানান। দুর্ঘটনাক্রমে বিপদ সৃষ্টি করবেন না। এতে দেশ ও জাতির এবং আপনার ক্ষতি হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারই দেশ ও জাতিকে সঠিক পথে নিয়ে যাবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে।
দেশে মোনম খানের ভূতের কথা উল্লেখ করে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা নেই। সব জায়গায় ফ্যাসিস্ট কায়দায় হামলা হচ্ছে।’
ওয়াসার এমডি তাসকিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সজিব ওয়াজেদ জয় যদি আমেরিকায় বসে বেতন পেতে পারেন, তাহলে তাসকিন কেন পাবেন না?
শুধু বিরোধী দলের ওপর হামলায় নয়, সুষ্ঠু সমাবেশও করতে দেয়া হচ্ছে না বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিএনপির অনেকেই। একই সঙ্গে দেশে বাকস্বাধীনতা ও ভোটারদের ন্যায্য অধিকার হরণ করা হচ্ছে বলেও দাবি করেছেন তারা।