সময়ের সাথে সাথে যেন বাড়ছে দুর্ঘটনার মাত্রাও। আর এই দুর্ঘটনার শিকার হয়ে অকালেই প্রাণ হারাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। সেই ধারাবাহিকতায় এবার পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল ২২ জনের। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) দেশটির সরকার এ কথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে সরকার জানায়, গত রবিবার দাসা-জুমের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাওবাব এক্সপ্রেস পরিবহন সংস্থা জানিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে প্যারাকো থেকে দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক রাজধানী কোটোনোউ যাচ্ছিল। সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে অনেক যাত্রী মারা যায়।
দেশটির এক সংবাদ মাধ্যমের আলোকে আরো জানা যায়, ভয়াবহ এ বাস দুর্ঘটনার পর বাওবাব এক্সপ্রেস তাদের সকল বাস পরিষেবা বাতিল করে। একই সঙ্গে এ দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে রীতিমতো কাজ শুরু করেছে প্রশাসনিক একটি দল।