পাকিস্তানের সাথে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজ ৩টি ম্যাচের মাধ্যমে অনুষ্ঠিত হবে যেটার মাধ্যমে বিজয়ী দল বাছাই হবে কিন্তু দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের মতো পাকিস্তান জিতে গেল। দেশের মাটিতে অর্থাৎ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের সাথে বাংলাদেশের টাইগারেরা ৭ উইকেটে পরাজয়ের পর অনেকটা হতাশ হয়ে পড়েছে খেলোয়াড়রা সেই সাথে দেশের সমর্থকেরাও দলের এই ধরনের পারফরমেন্সের জন্য হতাশ। এদিকে ম্যাচ চলাকালীন সময়ে ঘটলো ভিন্ন এক ঘটনা।
ম্যাচ চলাকালেই নিরাপত্তারক্ষীদের এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। সেই দর্শক মুস্তাফিজ-ভক্ত।
মাঠে প্রবেশ করে দৌঁড়ে গিয়ে মুস্তাফিজের পায়ে ধরে বসেন ওই দর্শক। অবশ্য মাঠে প্রবেশ করার সময় তাকে ধরতে পারেননি নিরাপত্তী কর্মীর কেউ। ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো-বাবোল ভেঙে গেছে। পাকিস্তান চাইলে এই খেলা এখানেই বন্ধ হতে পারতো, ডিএল মেথডে এগিয়ে ছিল পাকিস্তানই।
অতি উৎসাহী ওই দর্শককে পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। মুস্তাফিজের শরীর স্প’র্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিজের বদলে ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের কারনে বাংলাদেশ দল বর্তমান সময়ে অনেক সমালোচিত হচ্ছে। পাকিস্তানের সাথে দেশের মাটিতে এই দুটি ম্যাচ হারার পর যেন সেই সমালোচনায় ঘি ঢাললো। বাংলাদেশ দলের ঘাটতি কোন জায়গায় সেটা এখন ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন এবং যারা পরামর্শক তাদের বের করতে হবে। তা না হলে দলে একটি নেতিবাচক প্রভাব পড়বে। তবে বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড় বাইরে রয়েছে যার কারনে পারফরমেন্সে ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে।