সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে তরুন তরুনীদের প্রেমের সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই তরুণ-তরুণীরা পরিচিত হয়ে ওঠে আর তা থেকেই শুরু হয় প্রেমের সম্পর্ক। তবে ভিন্নভাবেও যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে না, তেমনটি নয়। অনেক সময় দেখা যায়, বয়সে বেশি তরুনীর সাথে বয়সে কম তরুনের ভেতর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার তেমনই একটি ঘটনা ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে। ঐ এলাকায় ১৬ বছর বয়সী প্রেমিকার সঙ্গে ১৯ বছর বয়সী প্রেমিকার বিয়ের খবর পাওয়া গেছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে বেলপুকুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১২ আগস্ট) রাতে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোরের বাড়ির পাশেই তরুন মেয়েটির খালার বাড়ি। সাড়ে তিন বছর আগে সেখানে বেড়াতে আসলে দেখা হয়েছিল দুজনের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। একপর্যায়ে ওই তরুণী বিয়ের কথা বললে ওই কিশোর তার সাথে কৌশলে সরে পড়ার চেষ্টা করে। এ কারণে আর কোনো উপায় না দেখে শুক্রবার রাতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেন ওই তরুণী।
এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা অবস্থান করে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে। পরে একই দিন দুপুর আড়াইটার দিকে উভয় পক্ষের পরিবারের সদস্যরা বিয়ে ঠিক করেন।
বেলপুকুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য লতিফুল জানান, ১ লাখ ২০ হাজার টাকা মোহরানায় বিয়ের সিদ্ধান্ত হয়। চারজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের স্বাক্ষরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কিশোরীর বাড়িতে মেয়েটির অবস্থান জানতে পেরে থানা থেকে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল, বিষয়টি শুনেছি। তবে বিষয়টি সমাধানের জন্য দুই পরিবারের যারা গুরুত্বপূর্ণ সদস্য তাদেরকে থানায় হাজির হতে বলা হয়েছে। এরপর পুলিশের টিম ফিরে এসেছে। তবে তারা ফিরে আসার পর পরিবার কি সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি। বিয়ে হয়েছে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিষয়টি সম্পর্কে খবর নেয়া হবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।