আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। এর পরের দুইদিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর) শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি।
সব মিলিয়ে বৃহস্পতি, শুক্র ও শনিবার টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
রোববার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
প্রায় ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) হিজরি সনের ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। একই দিনে তিনি ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।