বড় কূটনৈতিক বিপর্যয়ে ভারত!!
একের পর এক তোপ দাগিয়ে চলছে কানাডা।
সম্প্রতি নয়াদিল্লিতে সমাপ্ত G-20 সামিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে নরেন্দ্র মোদির ব্যবহার যথোপযুক্ত ছিল না, এমন অযুহাতে কানাডা ভারতে অবস্খিত সকল বানিজ্যিক অফিস বন্ধ করে দিয়েছে।
কিন্তু এখন জানা গেলো আরও কঠিন পরিস্খিতি: কানাডা একজন ভারতীয় কূটনীতিককে বহিস্কার করেছে। কারন কানাডার মাটিতে ভা.রতীয় গোয়েন্দারা একজন কানাডিয়ান নাগরিককে হত্যা করেছে।
আর এর সাথে ঐ কুটনীতিক জড়িত। কানাডার প্রধানমন্ত্রী বিষয়টি হাউস অফ কমন্সে অভিযোগটি তুলেছেন। এছাড়াও G-20 সামিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি জানিয়েছেন। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছে, এই বিষয়ে তিনি মিত্রদেশগুলোর সাথে (যার মধ্যে যুক্তরাষ্ট্র আছে) পরামর্শ করে ব্যবস্থা নিবেন। অর্থাৎ ঠেলা আরও যাবে।