আসিফ মাহতাব নামের এক শিক্ষক তার ৭ম শ্রেণীর পাঠ্যবই ছিঁড়ে চাকরি হারিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বাস্তবেও এ নিয়ে চলছে আলোচনা। অনেকেই পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন। এবার এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) তিনি তার ভেরিয়েড ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (বরখাস্ত) আসিফ মাহতাব একটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। হয় ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞতার কারণে, হিজড়া এবং হিজড়াদের ভুলভাবে উপস্থাপন করে। হয়তো তিনি এটাকেও ধর্মীয় ইস্যুতে পরিণত করতে চেয়েছিলেন। এসবই তার অপরাধ।
খোকন আরও বলেন, ‘এখন তার ব্যক্তিগত চরিত্র ফাঁস করতে গিয়ে আমরাও কিছু অপরাধ করছি। বিভিন্ন সময়ে সহপাঠী, আত্মীয়স্বজন ও বান্ধবীর সঙ্গে কিছু ছবি তুলেছেন তিনি। সেই ছবিগুলো ব্যবহার করে আমরা অনেকেই তাকে ট্রোল করছি। এটা মোটেও উচিত নয়।
আশরাফুল আলম খোকনের ফেসবুক স্ট্যাটাস।
এতে ওইসব ভদ্র নারীদের ব্যক্তিগত অধিকার খর্ব করা হচ্ছে। তারা কোনো ভুল করেনি। যারা ছবি ব্যবহার করছেন তারা অন্তত পুরুষ ও মহিলাদের মুখ ঢেকে রাখবেন। তবে স্ট্যাটাসে খোকন বলেন, অন্যের ছবি ব্যবহার না করাই ভালো।
সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন দর্শন শিক্ষক আসিফ মাহতাব অভিযোগ করেছেন, সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে বর্তমান পাঠ্যসূচিতে হিজড়াদের গল্প অন্তর্ভুক্ত করে তাদের মগজ ধোলাই করা হচ্ছে। এর প্রতিবাদে তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ’ থেকে ‘শরীফা’ গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেন। এ ঘটনায় আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।