Monday , December 23 2024
Breaking News
Home / opinion / ব্রিগেডিয়ার আযমিকে কেন গুম করছে হাসিনা, ব্রিগেডিয়ার আজমির কী দোষ: পিনাকী

ব্রিগেডিয়ার আযমিকে কেন গুম করছে হাসিনা, ব্রিগেডিয়ার আজমির কী দোষ: পিনাকী

আজ ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী।এই দিনটিকে ঘিরে প্রতিবছর বাংলাদেশ আওয়ামীলীগ নানা পরিকল্পনা বাস্তবায়ক করে থাকে ১৯৭৫ সালে এই দিনটি ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে সর্বদা। ইতিমধ্যে বঙ্গবন্ধুকে যারা না ফেরার দেশ পাঠিয়েছে তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং অনেকে এখোনো পালিয়ে আছে বিভিন্ন দেশে।

শেখ মুজিবকে না হয় স্বৈরাচারী হওয়ার জন্য খুন করছে, তার পরিবারকে কেন খুন করছে?
এই প্রশ্ন ২০০৮ সালে করলে একটা কথা ছিলো। আজকে করলে উত্তর কী পাইবেন জানেন? উত্তর পাইবেনঃ
গোলাম আজম মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারে নাহয় হাসিনা শাস্তি দিছে কিন্তু তার ছেলে ব্রিগেডিয়ার আযমিকে কেন গুম করছে হাসিনা? ব্রিগেডিয়ার আজমির কী দোষ?
উত্তর আছে এই প্রশ্নের? নাই। আপনি আপনার হাই মরাল গ্রাউন্ড কেমনে নষ্ট করছেন দেখেন। আপনি নিজেই আপনার শত্রুর উপরেই শুধু না তার পরিবারের উপরেও প্রতিশোধ নিছেন। আপনি নিজেই নিজের পরিবারের হত্যাকাণ্ডরে জায়েজ করে দিছেন হাসিনা। নিজের ইগো স্যটিস্ফাই করতে গিয়া আপনি আপনার পরিবারের ভিক্টিমহুডকে মুছে দিছেন। আফসোস।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *