Thursday , January 2 2025
Breaking News
Home / Countrywide / ব্যালট পেপারের ছবি দিয়ে যুবকের সামাজিক মাধ্যমে পোস্ট, দেশজুড়ে আলোচনা

ব্যালট পেপারের ছবি দিয়ে যুবকের সামাজিক মাধ্যমে পোস্ট, দেশজুড়ে আলোচনা

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ভোটের একদিন আগে এক যুবক ব্যালট পেপারের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এরই মধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নৌকায় ভোট চেয়ে ‘পাভেল কবির সরকার’ নামের ফেসবুক আইডিতে ব্যালট পেপারের ছবি পোস্ট করেন এক যুবক। পোস্টে বলা হয়, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ৩২নং গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার বিতরণের কাজ চলছে। জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের ব্যালট পেপারে তিনটা প্রতীকের মাঝের প্রতীক নৌকা প্রতীকে সবাই সঠিক জায়গায় সিল মেরে নৌকা প্রতীককে জয়যুক্ত করুন।’

ফেসবুকের তালিকায় ৫০ জন বন্ধুকে ট্যাগ করে পোস্টটি করা হয়েছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, ব্যালট পেপার খুবই গোপন বিষয়। ভোটের দিন ছাড়া আর কারও দেখার কথা নয়। কিন্তু ব্যালট পেপার বইয়ের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এতে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ওই যুবক কীভাবে এই ব্যালটের ছবি পেল, তা খতিয়ে দেখা হোক। ওই যুবক নৌকা মার্কার সমর্থক। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, নৌকা মার্কার ৫০ হাজার ব্যালট পেপার ছাপানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নির্বাচন তদন্ত কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মামুনুর রশীদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About bisso Jit

Check Also

হিন্দুরা নয়, আগস্টের পর বাংলাদেশ থেকে বেশি ভারতে গেছেন যারা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *