তিনটি ম্যাচ খেলার জন্য গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) নিজের টিম নিয়ে ঠাকুরগাঁও আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আর এ কথা শুনেই রীতিমতো বায়না ধরে বসে লোকমান আলী নাম এক মাদ্রাসা ছাত্র। আর এ জন্য বাবার কাছে টাকাও চেয়েছিল সে, কিন্তু শেষমেষ টাকা না পেয়ে বিষপান করে বসে ওই ছাত্র। তবে এই মুহূর্তে সে মোটামুটি শঙ্কামুক্ত বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে পরিবার।
রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের বড়োসা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষপানে লোকমান আলী (১২) উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
লোকমানের দাদা খোরশেদ আলম জানান, রোববার সন্ধ্যায় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে যেতে না পারায় তার নাতি বিষপান করে। পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি বলেন, আমার নাতি ব্যারিস্টার সুমনের খেলা দেখতে যাওয়ার জন্য টাকা চেয়েছিল। এ সময় তার বাবা-মা টাকা দেননি। এ কারণে নাতি খেলা দেখতে যেতে পারেননি। তবে এখন তিনি মোটামুটি নিরাপদ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও রোড কলোনী জেনারেল ক্লাব মাঠে সুগার মিলস কলোনী একাদশের বিপক্ষে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর খেলা অনুষ্ঠিত হয়।
রাজনীতির বাইরেও একজন মানবিক ও মানবিক ও হৃদয়বান মানুষ হিসেবে বেশ পরিচিত ব্যারিস্টার সুমন। যে কোনো বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় তাকে।