বিপুল পরিমাণ অর্থ কুড়িয়ে পাওয়ার পর সেটা তার মালিককে ফেরত দেয়ার ঘটনা মাঝেমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে উঠে আসতে দেখা যায়। কুড়িয়ে পাওয়া অর্থ ফেরত দেয়ার নজির কম নাই তবে এমনটি করে থাকেন সাধারণত কোন মানবতা সম্পন্ন ব্যক্তি। এবার ব্যাগভর্তি ৩০ লাখ টাকা পেয়ে সেটা ফেরত দিয়ে নজীর গড়লেন একটি বাস কোম্পানির কর্মকর্তারা।
কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি বাসে যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ ভর্তি ৩০ লাখ টাকা ফেরত দিয়েছেন তারা। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে ফেনীর ব্যবসায়ী আনোয়ার হোসেনকে টাকা ফেরত দেন পরিবহনের চেয়ারম্যান দুলাল হোসেন অপু ও ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে ।
জানা গেছে, ফেনী জেলার গাড়ি ব্যবসায়ী তিশা প্লাটিনাম শুক্রবার রাতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ফেনীর উদ্দেশে রওনা হন। ভুলবশত গাড়িতে টাকা ভর্তি একটি কালো ব্যাগ রেখে যায়। বাস থেকে নামার পর ওই যাত্রী তিশা প্লাটিনামের ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে কে জানান, তিনি ফেনীতে কর্তব্যরত তার ছোট ভাই দুলাল চন্দ্র দে কে গাড়িতে কালো ব্যাগটি খুঁজে বের করার নির্দেশ দেন। দুলাল চন্দ্র দে টাকাভর্তি ব্যাগটি পেয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা পরিবহনের চেয়ারম্যান দুলাল হোসেন অপু এবং ব্যবস্থাপনা পরিচালক বিমল চন্দ্র দে ও জাফর হোসেন শিপন ফেনীর ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে টাকা হস্তান্তর করেন।
টাকা ফেরত পাওয়ার পর ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আমার হারিয়ে যাওয়া টাকা আবার ফেরত পাব আমি সেটা কখনোই ভাবিনি। টাকাটা পাওয়ার আশা ত্যাগ করেছিলাম, কিন্তু কুমিল্লার তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড এর কয়েকজন মহান ব্যক্তি আমার সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছে, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব।