ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফেনী মডেল থানা সংলগ্ন এলাকা থেকে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
জানা যায়, গত আগস্টে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে শুভকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারের পরও নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে তিনি বিভিন্ন কর্মসূচি ও সভায় অংশ নিচ্ছিলেন।
শুভ ফেনী আলিয়া কামিল মাদরাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহালের আশ্বাস দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সংক্রান্ত ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কল রেকর্ড মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শুভ কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের নাম ব্যবহার করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান রিজভীর নাম মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করেন।
আজিজুর রহমান রিজভীর পক্ষে তার বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে শুভকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। পুলিশের অভিযানে শুভকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, শুভকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
আজিজুর রহমান রিজভী বলেন, “শুভ আমার নাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের নাম ব্যবহার করে চাঁদাবাজি করেছে, যা আমার জন্য সম্মানহানিকর। বিষয়টি জানার পর আমি থানায় অভিযোগ করেছি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন, “আমাদের ব্যানারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা সহ্য করা হবে না। যারা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”