বাংলাদেশে সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষ নানা আলোচনা সমালোচনায় মেতেছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতা মন্ত্রীদের বর্তমান সময়ের কিছু বক্তব্য নিয়ে উঠেছে মিশ্র প্রতিক্রিয়া। এবার দেখা গেল পররাষ্টমন্ত্রীর এক বিতর্কিত বক্ত্যব্য নিয়ে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
বেহেশতে নিয়ে যারা ট্রল করছে তারা ইসলামফোবিক। এই ইসলামফোবিকগুলো দেখেন আবার বেহেশতের জিনিষপত্রের দাম বেশি সেটা নিয়ে সমালোচনা করছে। তারা বলছে, কাচা মরিচের দাম ৩৭০ টাকা, ডিমের হালি ১০০ টাকাে।এটা আবার কেমন বেহেশত?
এরা সব ফকিরা। এ কারণে আমি বেহেশতে যেতে চাইনা এইসব ফকিরাদের সাথে। এরা বেহেশতকে দোযক বানিয়ে ফেলবে।
আরে ফকিরার দল, বেহেশতে কি তোদের মত ফকিরা টাইপ পন্য থাকে যে কাচি মরিচ এক পাল্লা বেচবে কুড়ি টাকা? ডিমে বেচবে ৩০ টাকা হালি? ওখানে বঙ্গবাজার নেই, ঢাকা কলেজের সামনের মার্কেট নেই, কমদপামে কাপড় পাওয়া যায় না। ওখানে সব মার্ক এন্ড স্পেন্সার জাতীয় জিনিষ থাকে।
বেহেশতের একটা মান আছে না। বেহেশতে কী এতো স্বস্তা? বেহেশতের মুদি দোকানের সব জিনিষ আসে ধরেন ওয়ালমার্ট (ইউনিমার্ট না) থেকে। যা কিছু বেহেশতী দাম তার একটু বেশি।