Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / বেশি স্বার্থপর হলে আপন জনেরা কাছ থেকে সরে যায়: শাকিবের উদ্দেশ্যে মুনমুন

বেশি স্বার্থপর হলে আপন জনেরা কাছ থেকে সরে যায়: শাকিবের উদ্দেশ্যে মুনমুন

শাকিব খান এবং মুনমুন ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও জনপ্রিয় পরিচিতি মুখ। তারা দুজনে এক সঙ্গে জুটি হয়ে অসংখ্য সিনেমা করেছেন। এমনকি শাকিব খান তরা নিজের দক্ষতা ও নিপুন অভিনয়ের মধ্যে দিয়ে ঢাকাই সিনেমায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয় তিনি ঢাকাই সিনেমায় একচেটিয়া ভাবে রাজত্ব করে আসছেন। সম্প্রতি এই নায়কের প্রসঙ্গে বেশ কিছু কথা বললেন মুনমুন।

এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক নব্বই দশকের আলোচিত নায়িকা মুনমুনের। তারপর ‘টারজান কন্যা’- ছবি দিয়ে আলোচনায় আসেন।এরপর বেশ কয়েকটি সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন মুনমুন। মাঝে অনেকদিন ছিলেন আলোচনার বাইরে। বর্তমানে আবারও সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্তমান সুপারস্টার শাকিব খান নিয়ে মুনমুন বলেন, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ১৪টি সিনেমায় কাজ করেছি। এগুলোর মধ্যে ‘নাগিন সিরিজি’র তিনটি ছবি ছিল সুপার বাম্পার হিট।

শাকিব খান ক্যারিয়ার উত্থান পিছনে নায়িকা মুনমুনের বেশ বড় ভুমিকা রয়েছে বলে দাবি করেন মুনমুন। বর্তমানে যখন সেই মুনমুনরে ক্যারিয়ারে দুঃসময়, তখন অনেকটা ক্ষোভ থেকেই মুনমুন বলেন, শাকিব খানকে আমি অনেক হেল্প করেছি। সেটা ছবি পাওয়া ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে দুই জায়গায় তাকে হেল্প করেছি। পরবর্তী শাকিব খান যখন নিজেই সুপারস্টার। সে কিন্তু সেটা ভুলে গেছে। সে একবারের জন্য ট্রাই করেনি যে, মুনমুন আবারও ক্যাম ব্যাক করেছে ফিল্মে ওকে একটা ছবি দেই। কিন্তু সে সেটা করেননি। সেই পারফেক্ট ফিল্মের লোক। সে পলিটিক্স বোঝে ফিল্মোর। তাঁর ভিতরে হৃদয় বলতে কিছুই নাই। সে নিজেকে ভালোবাসে, সে নিজেকে নিয়ে যায় সব জায়গায়। তবে বেশি নিজেকে ভালোবাসলে, বেশি স্বার্থপর হলে তখন কিন্তু আবার আপন জনেরা কাছ থেকে সরে যায়। এই ওয়ান ম্যান শো করতে গিয়ে তো ইন্ডাস্ট্রি ডুবছে। কারণ একজন দিয়ে কি ইন্ডাস্ট্রি চলে?!

বর্তমান সময়ে যুক্তারাষ্ট্রে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এমনকি তাকে নিয়ে গুঞ্জন উঠেছে তিনি দেশটিতে স্থায়ী হচ্ছেন। বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রী দেশের বাইরে সপরিবারে বসবাস করছেন বিনোদন অঙ্গন ত্যাগ করে। অবশ্যে সম্প্রতি বাংলাদেশের বিনোদন মাধ্যম এক সংকটময় পরিস্তিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *