সম্প্রতি আইজিপি পদ থেকে বিদায় নিয়েছেন বেনজির আহমেদ। আর এই কারনে দেশে এখন তাকে নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে বিদায়ের পরে আইজিপির দেয়া একটি ফেইসবুক স্ট্যাটাস নিয়ে অনেকেই বলছেন অনেক কথা। এবার এ নিয়ে কথা বলেছেন ড. আসিফ নজরুল। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
বেনজীর সাহেব, কথা একটু হিসেব করে বইলেন।
পুলিশে চাকরী করে আপনি ৩০/৪০ লক্ষ টাকা দামের রোলেক্স ঘড়ি পরতেন (এবং পরেন), ঢাকা বোট ক্লাবের প্রধান হয়েছিলেন, রাষ্ট্রের চাকরী করে সরকার আর তার দলের গুনগান গাইতেন। গুম আর ক্রসফায়ারের অভিযোগ তো বাকীই থাকলো।
আপনি কিভাবে ভাবেন কাউকে নৈতিকতা শেখানোর যোগ্যতা আছে আপনার? আমার তো বরং মনে হয়, বাংলাদেশ পুলিশের ইতিহাসে আপনার নৈতিকতা নিয়েই সবচেয়ে বেশী প্রশ্ন তোলার সুযোগ রয়েছে!
প্রসঙ্গত, দায়িত্ব পালনকালীন সময়ে বেনজির আহমেদের বিরুদ্ধে বার বার উঠেছিল নানা ধরনের সব অভিযোগ। তবে এ সব নিয়ে কখনোই সরকার থেকে উঠানো হয়নি কোন ধরণের প্রশ্ন। আর এই কারনে তার আইজিপি পদ থেকে বিদায়ের পর উঠছে নানা ধরনের সব অভিযোগ।