Tuesday , December 24 2024
Breaking News
Home / opinion / বেডরুমে টি টুয়েন্টি ম্যাচে মাহির অনীহার কথা বাতাসে ভাসছে: মিলি

বেডরুমে টি টুয়েন্টি ম্যাচে মাহির অনীহার কথা বাতাসে ভাসছে: মিলি

সম্প্রতি দাম্পত্য জীবনে দ্বন্দ্বে জড়িয়ে একের এক তারকাদের সংসার ভাঙছে।যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হচ্ছে নানা মাধ্যমে।যদিও ব্যক্তিগত কারণে দাম্পত্য জীবনের ইতি টানছে তারকারা কিন্তু অনেক ক্ষেত্রে তা আর ব্যক্তিগত বিষয় থাকছে না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখিকা মিলি সুলতানা হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

রুপালি পর্দার মানুষদের ভণ্ডামি দেখলে মেজাজটা আর ঠিক থাকেনা। নিজেদের অপকর্ম আড়াল করার মোক্ষম হাতিয়ার হিসেবে কান্নাকাটির পন্থা বেছে নেয়। মাহিয়া মাহী ও রকিব সরকারের ডিভোর্স চুড়ান্ত। মাহী তার নির্মিত শর্ট ভিডিওতে ডিভোর্সের কারণ দর্শিয়ে গেছেন। রকিব সরকারকে অ্যাডমায়ার করেছেন। রকিব ভীষণ কেয়ারিং আর ভালো হাসব্যান্ড ছিলেন। একপর্যায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন মাহী। অর্থাৎ চোখের জল দিয়ে নীতিমালা প্রণয়নের চেষ্টা করেছেন। মওকা বুঝে নিজেকে ভিকটিমাইজ করা। জগতের ছোট বড় সব অপরাধী নিজেকে ভিকটিম সাজিয়ে তার কালিকর্তুতকে ঢাকতে চায়। পাবলিকের সরল মনে প্রশ্ন উঠা স্বাভাবিক যে রকিব সরকার এতই কেয়ারিং চিয়ারিং ফিয়ারিং হলে ডিভোর্স হচ্ছে কেন? সব ভালো হলে সংসারে ভাঙন কেন? আসল কারণ হল বিছানার গ্যাঞ্জাম। মাহিয়া মাহী পুরাতন বিনোদনরঞ্জিনী। রকিব সরকার তাকে বিয়ে করেছিলেন বিশেষ উদ্দেশ্যে। মাহীরও বিশেষ উদ্দেশ্য ছিল। রকিব জানতেন মাহী অতীতে কার কোলবালিশ ছিলেন। অন্যের আন্ডারওয়্যার ব্যবহার করার সর্বোচ্চ মানসিকতা নিয়ে রাজনীতির মাঠে নেমেছিলেন রকিব সরকার। ভেবেছিলেন মাহীর কেলেংকারীর কুৎসিত চেহারা শেষমেশ রাজনীতি দিয়ে মেরামত করতে পারবেন। কিন্তু শেষে মনোবাঞ্ছা আর পূরণ হলনা। দু’জনকে দু’জনের কাছে অসহনীয় লাগতে শুরু করলো। মাহী ভেবেছিলেন রকিবের ঘাড়ে পাড়া দিয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করতে পারবেন। কিন্তু যেইনা নির্বাচনে হেরেছেন অমনি সব আশা ভরসা বানের জলে ভেসে গেল। রকিব দেখলেন প্রমোদরঙ্গিনী মাহীকে দিয়ে তার কিসসু হাসিল হবেনা। মাহী তার প্রচুর টাকা পয়সা লস করিয়েছেন। লসের পর লস নিতে নিতে রকিব সরকারের সব হাওয়া বেরিয়ে গেছে ফুস করে। ওদিকে মাহীরও মোহভঙ্গ হয়েছে রকিব সম্পর্কে। মাহীর ধারণা ছিল রাজনীতিতে রকিব বেশ প্রভাবশালী ব্যক্তি। কিন্তু ইলেকশনে হেরে গিয়ে তার বোধোদয় ঘটলো যে, রকিব সরকারের কোনো প্রভাব আধিপত্য নেই। তিনি ঠুঁটো জগন্নাথ ছাড়া আর কিছু নন। মাহীর পুষছিল না রকিব সরকারকে স্বামী হিসেবে রেখে। বেডরুমের টি টুয়েন্টি ম্যাচে দু’জনের প্রতি দু’জনের তীব্র অনীহার কথাও আকাশে বাতাসে ভাসছে। ফুলটস গুগলি বলে অলওয়েজ সিক্সার হাঁকানো মাহী সম্পর্কে শোনা যাচ্ছে তিনি এক রাঘব বোয়ালের দিকে বড়শী ফেলেছেন। রাঘব বোয়ালের কোলবালিশে পরিণত হবার পর আস্তে আস্তে সবকিছু পাবলিকের কাছে খোলাসা হয়ে যাবে।

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *