Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / বেগম জিয়ার জামিন নিয়ে এবার প্রশ্ন তুললেন জাফরুল্লাহ

বেগম জিয়ার জামিন নিয়ে এবার প্রশ্ন তুললেন জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ( Jafrullah Chowdhury ) বলেছেন, খালেদা ( Khaleda ) জিয়াকে জামিন দেওয়া উচিত। তাকে নিয়ে এই ছয় মাসের খেলা বন্ধ করতে হবে। যারা হ’/ ‘ত্যাকান্ডের মতো গুরুতর মামলার আসামি তাদেরও তিন মাস পর জামিন দেওয়া হয় কিন্তু উনাকে কেন দেওয়া হয়নি। জাফরুল্লাহ চৌধুরী ( Jafrullah Chowdhury ) মতে, বেগম জিয়ার নির্বাচন করতে সমস্যা থাকা উচিত নয়। কারন তার মামলার ফয়সালা এখনো সম্পূর্ন হয়নি। হাইর্কোটই একটি রিকশাওলার মামলা ছিল যাতে তার স্ত্রীকে প্রাননাশের জন্য তাকে ফাঁ’/সির রায় দেওয়া হয়েছিল।

সমস্ত আদালতে তার সর্বোচ্চ শাস্তির যে রায় সেটা বহাল ছিল। তা সত্বেও ঐ ব্যক্তিকে কয়েক সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছিল। তাহলে খালেদা ( Khaleda ) জিয়া কাউকে হ’/ ত্যা করেননি। তার নামে যা আছে তা প্রশ্নবোধক। আমি মনে করি ন্যায়ের স্বার্থে তাকে জামিন দেওয়া উচিত।

বুধবার (২৩ মার্চ ) দুপুরে ( noon ) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ( Jafrullah Chowdhury ) এ কথা বলেন।

এ সময় তিনি মির্জা ফখরুলের ( Mirza Fakhrul ) একটি কথার জবাবে বলেন, মির্জা ফখরুল যা বলেছেন তাতে আমার কিছু বলার নেই। আমি বলব আন্দোলনের মাধ্যমে দলীয় সরকারের ( government ) অবসান ঘটাতে হবে। সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে। এই নির্বাচন কমিশনকে তাদের পিঠ সোজা করে দাঁড়াতে হবে। না পারলে তাদের পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ( Bangabandhu ) শাসনামলে ১৯৭৪ সালে তিন লাখ মানুষ অনাহারে প্রয়াত হন। কিন্তু সে বছর আমাদের অমর্ত্য সেন নোবেল লরিয়ানের মতে, সেই সময়ে আমাদের খাদ্য উৎপাদন সবচেয়ে বেশি ছিল। কেন? এটা ছিল দুঃশাসন এবং সুশাসনের অভাব। অন্যায়-দুর্নীতির কারণে খাদ্য যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে পারেনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী গণতন্ত্র আনতে না পারলে, জনগণ ভোট দিতে না পারলে জাতির ইতিহাসে আপনি বিলিন হয়ে যাবেন। কিন্তু আপনার অনেক ভালো কাজ আছে। আমরা মনে করি আপনাদের সাহস আছে সুষ্ঠু নির্বাচন করলে আপনারা জয়ী হবেন।

গণ বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রদর্শনী উৎসবে উপস্থিত ছিলেন- গবির উপাচার্য প্রফেসর মোঃ আবুল হোসেন ( Md. Abul Hossain ), বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীল ( Dr. Bijan Kumar Shil ) ও গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মনজুর কাদির ( Dr. Manzoor Qadir ) আহমেদ।

প্রসঙ্গত, বিএনপি ( BNP ) চেয়ারপারসন খালেদা ( Khaleda ) জিয়াকে নিয়ে যে আইনি জটিলতা আছে তার নিরসনে সরকার সচেষ্ট হবেন। তাকে ঘিরে যে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়েছে আলোচনার মাধ্যমে তার সমাধান করা উচিত বলে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য। আগামী নির্বাচনে সকল দল অংশগ্রহনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে এমন মন্তব্য করেন সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ।

About bisso Jit

Check Also

গভীর রাতে ছাত্রীনিবাসে তুলকালাম, জানা গেল নেপথ্যের কারণ

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ঝলক-পলক’ নামের একটি ছাত্রীনিবাসে নিম্নমানের খাবারের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *