ফেনী-১ আসনটি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। গত বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে খালেদা জিয়ার বাড়ির সামনে প্রচারণা শেষ করেন ফেনী-১ আসনের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
শীতের রাতে কুয়াশার মধ্যে শত শত গ্রামবাসী আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন চৌধুরীর মতবিনিময় সভায় অংশ নিয়ে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার আশ্বাস দেন।
এ সময় আওয়ামী লীগ প্রার্থী নাসিম চৌধুরী খালেদা জিয়ার গ্রামের লোকজনের উদ্দেশে বলেন, ‘যখন বেগম জিয়া প্রার্থী ছিলেন গ্রামের মানুষ হিসেবে তখন তাকে ভোট দিয়ে আপনারা যেমন ভুল করেননি, তিনি এবার প্রার্থী না থাকায় এখন আমিও আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাকে ভোট দিলে ভুল হবে না।’
নাসিম বলেন, ‘এ গ্রাম থেকে বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য হয়েছেন। সেই সুবাদে এ এলাকায় উন্নয়ন করবো এমন কথা বলাও আমার বেয়াদবি হবে। তবে আমি এই মজুমদার বাড়ির সামনে মতবিনিময় সভার মাধ্যমে আমার প্রচারণা শেষ করছি।’
তিনি বলেন, আমি জাল ভোটে, কোনো দুই নম্বর ভোটে এমপি হতে চাই না। ভোটারদের ভোটে এমপি হতে চাই। আমি আপনাদের সন্তান হয়েই থাকতে চাই. এমপি নির্বাচিত হলে আপনাদের সুখে-দুঃখে থাকতে চাই। আমি এখান থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি।” ফুলগাজী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সালাহউদ্দিন আহমেদ মজুমদার, এটিএম ইয়াছিন সাদেক বিপ্লব মজুমদার, মামুনুর রশিদ সাহেদ প্রমুখ।
এর আগে বিকেলে ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। নৌকা প্রতীকে ভোট চেয়ে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের সর্বশেষ প্রার্থী হিসেবে ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ঐতিহ্যবাহী সাংবাদিক প্রয়াত এবিএম মুসা। এরপর এ আসন থেকে আওয়ামী লীগ আর জিততে পারেনি। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটার ভিত্তিতে ফেনী-১ আসনে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত দুই সংসদ নির্বাচনে বিএনপি ও খালেদা জিয়া অংশ না নেওয়ায় জাসদের (ইএনইউ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।