রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে জানান, শনিবার (২ মার্চ) রাত ১০টা ২৪ মিনিটে এ আগুন লাগে।
তিনি জানান, পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে পাঁচতলা ভবনের নিচতলায় জুতার গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে।
পরদিন শুক্রবার (১ মার্চ) সকালে ওয়ারীতে পেশোয়ারাইন নামের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় আগুন লাগার খবর পেয়ে রেস্টুরেন্টে যায় ফায়ার সার্ভিস। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে আগুন নেভানো হয়।