সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে মৃত্যুবরণ করেন র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ভালো একজন মানুষ ও দক্ষ পাইলট।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে এক বার্তায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন।
২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল। তাকে উদ্ধার করে ঢাকা সম্মিলিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি লে. কর্নেল ইসমাইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দলের বিভিন্ন মন্ত্রী-এমপিরাও। এ সময়ে সকলেও তার আত্মার মাফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।