বিয়ে মানুষের জীবনে একবারই হয়। তাই বিয়েকে স্মরণীয় করে রাখতে অনেকে অনেক ধরনের কর্মকাণ্ড থাকে। তবে বিয়ের করতে যাওয়া যানবাহন নিয়ে এমন কর্মকাণ্ড বেশ হাস্যকর বলেই মনে করেছেন স্থানীয় অনেকেই। এতদিন দামি গাড়ি, হেলিকপ্টার ইত্যাদিতে চড়ে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছেন, সেই সঙ্গে এখনও শোনা যায় মানুষ সেই পুরনো রীতি মেনে হাতি-ঘোড়ায় চড়ে বিয়ে করতে যায়। কিন্তু আপনি কি কখনও বুলডোজারে বিয়ে করার কথা শুনেছেন?
নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। এমন ঘটনার সাক্ষী সে দেশের বাহরাইচ শ্রাবস্তি রোডের বাসিন্দারা। পাত্রীর নাম রুবিনা। এবং বর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি লক্ষ্মণপুর শঙ্করপুরের বাসিন্দা। বুলডোজার দেখে হতবাক তার পরিবার! বুলডোজার নিয়ে মিছিল দেখে স্থানীয়রা হেসে উঠতে পারেনি। অনেককেই বলতে শোনা যায়, ‘কী বুলডোজার বাপ!
আদিত্যনাথে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সমর্থকরা তাঁকে বুলডোজারের জনক বলে থাকেন। বাহরাইচের বিজেপি বিধায়ক অনুপমা জয়সওয়াল বলেছেন, বুলডোজার রাজ্যে সুশাসনের প্রতীক হয়ে উঠেছে। সব সম্প্রদায় তা মেনে নিয়েছে। যদিও অনেকেই বিজেপি বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার। তাদের মতে, বিয়েতে নিছক তামাশা হিসেবে বুলডোজার ব্যবহার করা হলেও বুলডোজার মূলত ধ্বংসের প্রতীক। সুপ্রিম কোর্ট সম্প্রতি যোগী প্রশাসনকে সতর্ক করেছে যে বুলডোজার নীতি বেআইনিভাবে প্রয়োগ করা যাবে না।
বুলডোজার একটি সরকারী সম্পদ। তাই সেটিকে এমন ভাবে ব্যবহার করা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার সামিল। তই আদালত তাকে আল্টিমেটাম দিয়েছেন। যাতে এমন আর না হয়।