সম্প্রতি গত সোমবার (৭ নভেম্বর) শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের শিক্ষার্থী ফারদিন উদ্দিন পরশের মরদেহ উদ্ধারের পরপরই রীতিমতো সারা-দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। ময়নাতদন্তের রিপোর্টে ইতিমধ্যেই তাকে ‘হ”ত্যা’ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এ বিষয়টি ভালোভাবে খুতিয়ে দেখা হচ্চে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বুয়েটের শিক্ষার্থী ফারদিন উদ্দিন পরশের মরদেহ কীভাবে শীতলক্ষ্যায় গেলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বুয়েটের যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, তার সব শেষ লোকেশন আমরা গাজীপুর পেয়েছিলাম। পরে গাজীপুর থেকে কীভাবে এই নদীতে এলো, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুরোপুরি তদন্ত না করে এ বিষয়ে আগে তথ্য দেবো, পরে এ বিষয়টি ভুল হবে, সে রকম কোনও কিছু আমরা করতে চাই না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করব। খুঁজে বের করে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এটি একটি ‘হ”ত্যা”কা’ণ্ড এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত শেষ করে প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে ইতিমধ্যেই ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে প্রশাসন।