বর্তমান সরকারের দুর্নীতি, লুটপাট,টাকার পাচারসহ বিভিন্ন অপকর্মের কারনে দেশের অর্থনৈতিক ভেঙ্গে পড়ছে। যার কারনে দেশের নিত্যপ্রয়োজনী দ্রব্যসহ বিভিন্ন পন্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যে মূল্যের উদ্ধগতিতে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবন ধারন করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তাছাড়া এবারের বাজেটে নিম্নবৃত্ত ও মধ্যবিত্তরা উপেক্ষিত বলে মন্তব্য করেছে বিভিন্ন মহল। এবার পদ্মা নদীতে আওয়ামীলীগের নেতাদের জনগন চুবাবে বলে মন্তব্য করে যা বললেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অন্ধকারের থেকে আলো আসার আগেই পালিয়ে যান, না হলে জনগণ পদ্মা নদীর পানিতে আপনাদেরকে চুবাবে, যেভাবে আপনারা চুবাতে চেয়েছেন।
শুক্রবার (১৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
আলাল জানান, গত বছরের তুলনায় এবার তিন হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন চোরাচালান কারা করেছে। সরকারি আমলা ও আওয়ামী লীগের রাজনীতিবিদরা টাকা পাচার করেছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি তো টিকে আছেন এক গোপালগঞ্জ নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।এখন বুঝে নেন ঘরে যে খাট চেয়ার থাকে সেগুলোর পায়া ও ভেঙে পড়া শুরু করেছে।
তিনি আরও বলেন, হুট করে যেদিন পড়ে যাবেন, সেদিন ভারত থেকে সুজেতারা আর আসবে না। সেদিন আর কোনো বন্ধু চীন থেকে হাত মেলাতে আসবে না। সব দিক খেয়ে ফেলেছেন। তাই মানুষের অধিকার ফিরিয়ে দেন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন।
প্রসঙ্গত, সরকার দলের নেতা ও আমলার যে ভাবে দেশের টাকা লুটপাট করে খাচ্ছেন এতে করে দেশের জনগনকে তাদের নদীতে চুবাবে বলে মন্তব্য করেন বিএনপি যুগ্ম মহাসচিব আলাল। তিনি আরও বলেন, জনগনের অধিকার জনগনকে ফিরিয়ে দিন না হলে আপনাদের অবস্থা খুব খারাপ হবে।