বুয়েটের মেধাবী ছাত্র ফারদিনের নিথর কাণ্ডে তার বাবা কাজী নুরউদ্দিন রানা তার ছেলের ঘটনায় যারা দায়ী তাদের অবিলম্বে খুজে বের করার দাবি জানিয়েছেন। তিনি মামলা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে এমন ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমার ছেলেকে কেউ না কেউ খুন করেছে। সেটা বের করবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এখন বিভিন্ন ধরনের কথা বলে মামলাটাই পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। আগাম কথাবার্তা বলা উচিত নয়।’
বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে ছেলে নিথরকান্ডের তদন্তে জড়িত কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন কাজী নূরউদ্দিন রানা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
র্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে একাধিক গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত সংবাদের সমালোচনা করে তিনি বলেন, রায়হান গ্যাংয়ের সঙ্গে আমার ছেলের বিরোধ কী নিয়ে হবে? বুঝলাম সে (রায়হান) খারাপ মানুষ। কিন্তু আমাকে বোঝান- আমার ছেলে কেন তার টার্গেট হবে? তিনি সেখানে (চাঁনপাড়া) যাবেন কেন? এটা কিভাবে সম্ভব! কোন তথ্যের ভিত্তিতে দেখাবে আমার ছেলে কোথায় মুভ করেছে? সে যদি সেখানে না থেকে থাকে, তা হলে এসব বলার অর্থ কী?’
মামলায় কোনো মোটিভ পাওয়ার কথা তদন্ত সংস্থা জানিয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে নূরউদ্দিন রানা বলেন, ‘না, এ বিষয়ে আমাকে জানানো হয়নি। তারা (ডিবি) আমাকে ডেকেছে—ছেলের লেখাপড়া, বয়স, নিষিদ্ধ দ্রব্যের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা সেসব বিষয়ে জিজ্ঞাসা করেছে। তিনি জানতে চেয়েছিলেন যে তিনি মুক্তমনা ছিলেন কি না, যেসব জায়গায় তিনি ঘুরেছেন, সেসব জায়গায় তার অন্য কোনো বন্ধু আছে কি না।’
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ গেল ৪ নভেম্বর নিখোজ হওয়ার পর তাকে গত ৭ নভেম্বর তার নিথর দেহটি শীতলক্ষ্যা নদীতে দেখটে পায় সেখানকার স্থানীয়রা। এরপর তার দেহটি উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনার পর ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা তার ছেলের বান্ধবী বুশরাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এরপর বুশরাকে আদালতের নির্দেশ মোতাবেক ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।