Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / বিয়ে বাড়ি খেতে গিয়ে হাসপাতালে নারীসহ চল্লিশ, জানা গেল কারণ

বিয়ে বাড়ি খেতে গিয়ে হাসপাতালে নারীসহ চল্লিশ, জানা গেল কারণ

বিয়ে মানে আনন্দ। চারিদিকে সুন্দর ও মন মুগ্ধকর আমেজ আচ্ছন্ন পরিবেশ। এছাড়া অনেক বাহারি খাবারতো রয়েছেই। তবে সম্প্রতি একটি বিয়েতে খাবার হয়ে দাঁড়ালো কাল  হয়ে। ঘটনা সূত্রে জানা যায়, বিয়ে বাড়িতে খাবার খেয়ে ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ জন। ভুক্তভোগীদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ( Maheshkhali ) জাগিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, মহেশখালী পৌরসভার পুটিবিলার জাহাঙ্গীর আলমের ( Jahangir Alam ) সঙ্গে বড় মহেশখালীর ( Maheshkhali ) দক্ষিণ জাগিরাঘোনার সেলিমের মেয়ের বিয়ে ঠিক হয়। জুমার নামাজের পর পৌরসভার পুটিবিলা থেকে বরপক্ষ বড় মহেশখালীতে কনের বাড়িতে যায়। এ সময় বিয়ের খাবার শেষে বর-কনেসহ সবাই চলে যান। কিন্তু রাতে  অনেকের পেটে ব্যথা ও ডায়রিয়া শুরু হলে ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে যান। বর্তমানে সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিয়ে বাড়িতে খেয়ে অসুস্থ হয়ে পড়া শেফা আক্তার (১৮) বলেন, গত শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠানে খেয়েছি। পরে পেটে ব্যথা শুরু হয়। রাতে পাতলা মল হলে শনিবার সকালে মহেশখালী হাসপাতালে ভর্তি করি। এছাড়া আমাদের সাথে যারা খেয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোহাম্মদ মাহফুজুল হক যুগান্তরকে বলেন, বিয়ের রিসেপশনে যারা খেয়েছেন তাদের অনেকেরই পেটে ব্যথা ও পাতলা মল ভরা। বাড়িতে রান্না করা খাবার খেয়ে এ পর্যন্ত ৪০ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে এমটা ঘটেছে বলে ধরানা করেছেন অনেকেই। অন্যদিকে বিয়ে বাড়িতে ওই খাবার যে পাক করেছে তাদেরকেও দোষারোপ করেছেন অনেকেই। এলাকাবাসীর ধরনা খাবারে অতিরিক্ত সুগন্ধি মেশানোর কারণে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় গুরুতরও কারো কোন ক্ষতি হয়নি বলেও জানা গেছে।

About Nasimul Islam

Check Also

কোনো দলকে বাদ নয়, অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করি

সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *