সাম্প্রতিক সময়ে ছেলের বার বার বিয়ের ঘটনা যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। জানা গেছে ওই ছেলে আগে তিনটি বিয়ে ছিল। তবে নতুন করে আবার বিয়ে করতে চাওয়ায় ক্ষুব্ধ হন পিতা। ছেলেকে বিয়েতে বাঁধা দেওয়ায় রাগের বসে পিতাকে আ/হত করেন ছেলে। এই নিয়ে যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে সিলেটে। এ ঘটনায় ছেলেকে আটক করেন পুলিশ।তবে এমন ঘটনার পরেও বাবা জামিনদার হয়ে ছেলেকে পুলিশ হেফাজত থেকে মুক্ত করেন। ছেলে একজন আমেরিকান ( America ) প্রবাসী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আলী মাহমুদ ( Ali Mahmud ) এমন তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, সাবেক বন কর্মকর্তা মাতলুবুর রহমান চৌধুরী ( Matlubur Rahman Chowdhury ) নিজে দুইবার বিয়ে করেছেন। তিন তালাকের পর আবার বিয়ে করতে দেশে এসেছেন তার ছেলে আমেরিকা ( America ) প্রবাসী আলমগীর চৌধুরী। প্রবাসে ফেরত ছোট ভাই শিপু চৌধুরীও দুবার বিয়ে করেন। তারা সিলেট নগরীর ( Sylhet city ) পশ্চিম পীর মহল্লার বাসিন্দা। গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগে
আ/হত সাবেক বন কর্মকর্তা মাতলুবুর রহমান চৌধুরী ( Matlubur Rahman Chowdhury ) জানান, তিনি তার ছেলে আলমগীর চৌধুরী বাবুর ( Alamgir Chowdhury Babur ) কাছে অনেকটাই জিম্মি ছিলেন। শুক্রবার জুমার নামাজ পড়তে ছেলের প্রাইভেটকারে দরগাহ মাজার মসজিদে ( Dargah Mazar Mosque ) যান হযরত শাহজালাল (রহ.)। নামাজ থেকে ফেরার পথে তার ছেলে আলমগীর চৌধুরী তাকে পি/টিয়ে র/ক্তাক্ত করে।
তিনি বলেন, এলাকার লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ আলমগীরকে আটক করে থানায় নিয়ে যায়। বাবার সন্দেহ, বিয়ের পর পুনরায় বিয়ে করতে বাধা দেওয়ায় আলমগীর এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আলমগীর চৌধুরী বলেন, কে বিয়ে করবে বা করবে না সেটা পারিবারিক বিষয়। তিনি কাউকে এ বিষয়ে নাক না গলাতে নিষেধ করেছিলেন।
পুলিশ জানায়, বাবা-ছেলে দিনে র/ক্তাক্ত হলেও রাতে চিত্র ভিন্ন। মাতলুবুর রহমান চৌধুরী ( Matlubur Rahman Chowdhury ) নিজেই থানায় গিয়ে ছেলেটিকে নিজের হেফাজতে নেন।
উল্লেখ্য, বাবা মা কখনো নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না সন্তান যতই অন্যায় করুক না কেন। তবে এলাকাবাসী জানায় ছেলের কাছে বাবা অনেকটা আর্থিক ভাবে জিম্মি থাকায় রাতে ছেলেকে উদ্ধার করতে থানায় জান পিতা। জানা গেছে ওই পরিবারের সকলেরই একের অধিক বিয়ে রয়েছে।