Monday , January 6 2025
Breaking News
Home / Countrywide / বিয়ের ৮ মাসে খায়রুনকে আমি ভালো মুডে দেখিনি: নতুন তথ্য দিলেন সেই কলেজ শিক্ষিকার স্বামী

বিয়ের ৮ মাসে খায়রুনকে আমি ভালো মুডে দেখিনি: নতুন তথ্য দিলেন সেই কলেজ শিক্ষিকার স্বামী

মামুন হোসেন নামের ২২ বছর বয়সী এক কলেজ ছাত্রের সাথ বিবাহ বন্ধনে আবদ্ধ হন কলেজ শিক্ষিকা খায়রুন নাহার। তাদের এই অসম সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কিন্তু এই দম্পতির বিয়ের 8 মাস না পেরোতেই কলেজ শিক্ষিকা খাইরুনের হঠাৎ করে রহস্যজনক মৃ”ত্যু ঘটে, যেটা নিয়ে শুরু হয় আলোচনা। স্ত্রী খায়রুনের এই ধরনের অপ্রত্যাশিত কাণ্ডে মামুনের দিকে সন্দেহের তীর যায়।

অভিযোগ, স্ত্রীর অর্থের জেরেই তিনি এই অপরাধ করেছেন। এমনকি খায়রুনের প্রয়ানের দিন মামুন প্রতিবেশীদের আলাদা আলাদা কথা বলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গ্রেফতারের আগে মামুন তার স্ত্রীরর সব তথ্য বিবরন দেন। ঠিক কী ঘটেছিল?

গ্রেফ”তারের আগে মামুন বলেন, “প্রতিদিন সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যেত। আমি তাকে নিষেধ করেছিলাম। সে শোনেনি। সে বড়ি খেয়ে ঘুমাতে যাওয়ার পর আমি নামাজের জন্য বের হয়েছিলাম। হঠাৎ মনে পড়ে ও আমাকে সাতটার মধ্যে যাওয়ার কথা বলেছিল। যেহেতু, সে ঘুমের ওষুধ খেয়েছিল, হয়তো সাতটায় উঠতে পারবে না। তাই আমি তাকে ফোন করি। সেক্ষেত্রে সে যাওয়ার সময় আমার খাবার রেডি করে রাখবে। সে অফিসে যাবে এবং আমি কলেজে যাব। আমি ফোন করতে থাকি। সে ধরেনি। আমি তখন একটু ভয় পেয়েছিলাম।’

মামুন আরও বলেন, “খায়রুন সব সময়ই ডিপ্রেশনে থাকত। আট মাসে তাকে কখনো ভালো মুডে দেখিনি। তবে তার বিষণ্ণতার কারণ আমি ছিলাম না। তার আত্মীয়স্বজন, সহকর্মীরা ফোন করে বিভিন্ন বিষয়ে চাপ দিয়ে কথা বলতেন। বিভিন্ন আক্র’/মনের কথাও শুনেছি। সমস্ত পরিচিতরা নির্যা’/তন করলে একজনের কী পরিস্থিতি হতে পারে তা আশাকরি সকলেই বুঝতে পারবে।”

খায়রুন নাহার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে মামুন কলেজ ছাত্র। এলাকাবাসী জানায়, মামুন তাদের জানায়, খায়রুন গলায় দড়ি দিয়ে আত্মহনন করেছে। প্রতিবেশীরা ভিন্ন কথা বললেও এমনটাই অভিযোগ ওই যুবকের। এ ঘটনায় মামুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রাথমিকভাবে জানান, এই অসম বয়সের প্রেম দেখে অনেকেই চোখ কপালে তুলেছিলেন। কিন্তু, এই দম্পতি তা ভালোভাবেই মেনে নিয়েছেন।

উল্লেখ্য, খায়রুন নাহার প্রথম বিয়ে করেছিলেন রাজশাহীর বাঘা উপজেলার এক যুবককে। তবে তাদের সেই বিয়ে বেশি দিন টেকেনি। তার সেই ঘরে দুটি সন্তান রয়েছে। একাকীত্ব জীবন থেকে সরে আসতে খাইরুন নাহার মামুন নামের ওই কলেজ ছাত্রের সাথে ফে”সবুকে কথা বলা শুরু করেন, এরপর সেটা গড়ায় প্রেমে।প্রেমের পর একসময় বিয়ের সিদ্ধান্ত নেন তারা। খায়রুন নাহার এর রহস্যজনক প্রয়ান বিভিন্ন যোগাযোগ ও সংবাদ মাধ্যমে চলে আলোচনা।

About bisso Jit

Check Also

দেশের মাটিতে পা রেখেই তারেক রহমানকে নিয়ে যে তথ্য দিলেন সালাহউদ্দিন

দুই সপ্তাহের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে ফিরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *