টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিয়ের দুদিন পর শ্বশুরবাড়ির পুকুরে গোসল করতে নেমে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর একই ইউনিয়নের পাশের আটেক্কার চর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মাহির।
ইউপি চেয়ারম্যান জানান, গত শুক্রবার গ্রামের সেলিম উদ্দিনের মেয়ের সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। এরপর রোববার সকালে স্ত্রীকে নিয়ে জাহাঙ্গীর তার শ্বশুরবাড়ি ‘ফিরানী’ (আঞ্চলিক সামাজিক পরিভাষা) আসেন। ওইদিন বিকেলে জাহাঙ্গীরের বাসায় ফেরার কথা ছিল। দুপুরে জাহাঙ্গীর তার শ্বশুর বাড়ির পাশের পুকুরে শ্যালককে নিয়ে গোসল করেন। জলকেলির একপর্যায়ে ডুবে যায় জাহাঙ্গীর। অনেকক্ষণ না দেখতে পেয়ে তারা ডাকাডাকি শুরু করে। আশেপাশের সবাই এগিয়ে এসে পানিতে তাকে খুঁজতে থাকে। আধা ঘণ্টা পর জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।