জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সাত দিন ধরে অনশন করছেন এক তরুণী।
অপরদিকে প্রতারক প্রেমিক বাবুল মিয়া সদর উপজেলার মেস্টা ইউপির কলতাপাড়া গ্রামের কলেজ পড়ুয়া এক তরুণীকে নিয়ে উধাও হয়েছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনশনরত ওই তরুণী জানান, ২০২০ সালের প্রথম দিকে একই এলাকার পাশের বাড়ির আলিম মুন্সির ছেলে বাবুল মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বাবুল মিয়া বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিল। বাবুলকে বিয়ের জন্য চাপ দিলে শুরু হয় টালবাহানা। পরে বুধবার বিকেলে বিয়ের দাবিতে বাবুল মিয়ার বাড়িতে অনশন শুরু করেন।
ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের দাবি, ছেলেটি অন্য মেয়ের সঙ্গে পালিয়ে যাওয়ায় বিয়ে সম্ভব নয়। তাই ঘটনা নিরসনে উভয় গণ্যমান্য ব্যক্তির পরিবারের সঙ্গে বৈঠক চলছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শামসুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাবুল মিয়া ওই মেয়েটির সঙ্গে প্রতারণার পর পাশের ইউপির আরেক মেয়েকে নিয়ে উধাও হয়ে যায়। এ দিকে বাবুল মিয়ার পরিবারও এলাকার মাতব্বরদের সঙ্গে প্রতারণা করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী বাবুল মিয়াসহ স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।