Wednesday , December 25 2024
Breaking News
Home / Entertainment / বিয়ের পরই ফের আলোচনায় এলেন ফারহান-শিবানী দম্পতি

বিয়ের পরই ফের আলোচনায় এলেন ফারহান-শিবানী দম্পতি

গত ১৯ ফেব্রুয়ারি ( February ) জনপ্রিয় গায়িকা শিবানী র( Singer Shivani ) সাথে বিয়ে হয় ফারহানের ( Farhan’ )। নিজস্ব সম্প্রদায়ের রীতির বাইরে গিয়ে তাদের নিজেদের প্রবর্তিত রীতিতে শিবানী ( Shivani ) ও ফারহান দম্পতি তাদের বিবাই সম্পন্ন করেন। যে বিষয়কে কেন্দ্র করে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়। ফারহান-শিবানী ( Shivani )র বিয়ের কয়েক দিন যেতে না যেতেই নতুন করে আলোচনায় আসলেন তারা।

ফারহান আখতার এবং দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্ডেকর সদ্য বিয়ে করেছেন। বিয়ের পর থেকে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন নবদম্পতি। তবে এবার শিবানী অন্তঃসত্ত্বা বলে গুঞ্জন উঠেছে। এ কারণেই কি তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্ন উঠেছে। ইন্ডিয়ার এক সংবাদ মাধ্যমের পোষ্ট।

শিবানী ( Shivani ) সম্প্রতি তার ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন। গায়িকা তার স্বামী ফারহান আখতারের( Farhan Akhtar ) সাথে সেই ফটোশুটে বেশ সাবলিল ছিলেন। তবে তার পোশাক দেখে ভক্তদের প্রশ্ন, শিবানী  কি গর্ভবতী?

অনেক ভক্তের দাবি, ছবিতে শিবানীর বেবি বাম্প স্পষ্ট। এ কারণেই কি তারা বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছে? এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন অনেকে। এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি আনন্দের সঙ্গে নিচ্ছেন ভক্তরা। ইতিমধ্যেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

তাদের কাছাকাছি অবস্থানের পোজ এবং শিবানীর গায়ের এমন পোষাকের কারনে এমন বেবি বাম্প ছবি ধারণ হতে পারে বলে মন্তব্য করেছেন অনেকেই। শিবানী ( Shivani ) আসলেই অন্তঃস’ত্ত্বা কিনা তা নিয়ে শিবানী বা তার স্বামী ফারহানের ( Farhan’ ) কাছ থেকে অন্তঃস’ত্ত্বা সংক্রান্ত কোন তথ্য প্রকাশ হয়নি। এটা মানুষের ভুল ধারনাও হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে তাদের পূর্বে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকায় যোগাযোগ মাধ্যমের অনেক নেটিজেনই ঘটনাটি সত্য বলে মন্তব্য করেছেন।

About bisso Jit

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *